২৯ মে ২০২২, ২০:৪০

দেশের ৫৩৮টি হাসপাতাল-ক্লিনিকে সিলগালা

দেশের ৫৩৮টি হাসপাতাল-ক্লিনিকে সিলগালা  © ফাইল ছবি

দেশের ৫৩৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজধানীতে ১৬৪টি। ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়া অনিবন্ধিত এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য জানান।

বেলাল হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ৩ দিন সময় দিয়েছিলাম। এর মধ্যে এখন পর্যন্ত ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি আমরা। এখনও কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে সংখ্যা আরও বাড়তে পারে। তবে অভিযান আরও কিছুদিন অব্যাহত থাকবে।

তিনি বলেন, যাতে করে অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার গড়ে না ওঠে, সে জন্য অভিযান চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

আরও পড়ুন: পরপর তিনবার সেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বেলাল হোসেন আরও বলেন, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে আমাদের এ বিষয়ে কোনো কথা হয়নি। তারা তাদের মতো করে অভিযান চালিয়েছে। ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম কাজ করেছে।

এর আগে গত ২৬ মে সারাদেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আল্টিমেটাম শেষ হওয়ার পর পরই অভিযান শুরু হয়।