মোটরসাইকেলে এসে ছিনিয়ে নিল রাবি শিক্ষকের স্ত্রীর ব্যাগ

রাবি শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে
রাবি শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে  © প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজের স্ত্রী ইফফাত জাহান রিতার (৪১) মোবাইল ফোন ও টাকা দিনে-দুপুরে ছিনতাই হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর বিগবাজারের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী রিতা পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভুক্তভোগী ইফফাত জাহান রিতা রিকশাযোগে নগরীর রেলগেট এলাকা থেকে আমানা বিগবাজারের দিকে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর আগেই লাল পাঞ্জাবি পরা এক ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে ভুক্তভোগীর ডানহাতে থাকা ভেনেটি ব্যাগটি ছিনতাই করে চলে যান। ব্যাগে সাদা রঙের রিয়ালমি মোবাইল ফোন, আড়াই হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

আরো পড়ুন: প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘দিনে-দুপুরে এভাবে মোবাইল ফোন ও টাকা ছিনতাই হওয়া খুবই দুঃখজনক। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুতই ছিনতাইকারী গ্রেপ্তার হবে।’


সর্বশেষ সংবাদ