৩০ এপ্রিল ২০২২, ০৯:০২

তরুণীর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে কৃষক লীগ নেতার চাঁদা দাবি

অভিযোগপত্র  © সংগৃহীত

প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ২৬ এপ্রিল ভুক্তভোগী তরুণী কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করেন। 

অভিযুক্ত কৃষক লীগ নেতার নাম রাশিদুল ইসলাম (২৮)। তিনি সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। রশিদুল মনোহরদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রী 

 মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রাশিদুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক। ইন্টারনেটে ভিডিও কল ও মোবাইল ফোনে প্রায়ই কথা বলতেন তারা। রাশিদুল কৌশলে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে নেন। সেসব ছবি ও ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন রাশিদুল এবং নগদ দুই লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে রাশিদুলের মোবাইলে একাধিকবার ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।