শ্বশুর ঈদের উপহার না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
ঈদে শ্বশুরবাড়ি থেকে থেকে ঈদ উপহার না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শেরপুর উপজেলার গাড়িদহ কাফুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার স্বামী শাকিল আহমেদ (২৫) কাফুরা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও নিহত মীম আক্তার (২১) একই গ্রামের মজনু মিয়া মেয়ে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্কের ফলশ্রুতিতে বেশ কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন এ শাকিল ও মীম। পরে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে জামাই শাকিলকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। তবে জামাই শাকিল টাকার সঙ্গে ঈদ উপহারও প্রত্যাশা করেছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে স্ত্রী মীমকে মারধর করেন স্বামী শাকিল এবং মারধরের শিকার হয়ে স্ত্রী মীমের মৃত্যু হয়।
আরও পড়ুন : একই বিষয়ে পড়াশোনা করেও টিউশন ফি ভিন্ন
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্ত্রী মীমের গলাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় স্বামী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, মীমের সঙ্গে তার স্বামীর মনোমালিন্য ছিল। তবে ঈদের উপহার নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না।