১৯ মার্চ ২০২২, ০৭:৫৫

যমুনায় তলিয়ে যাওয়া দুই ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার

স্বজনদের আহাজারি ও নিহত ছাত্র সঞ্জিব কর্মকার নয়ন  © সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সঞ্জিব কর্মকার নয়ন নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হলেও আরেকজন এখনো নিখোঁজ আছে। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় সঞ্জিবের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাটের সামনে দুজন নিখোঁজ হয়। সঞ্জিব কর্মকার গোশালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। আর নিখোঁজ অপর ছাত্র সকাল সূত্রধর ওই মহল্লার কালু সূত্রধরের ছেলে। তারা জাহানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আরো পড়ুন: ছাত্রাবাসে পাওয়া গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবের আবির খেলা শেষে ৫-৬ জন কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলে নামে। এক পর্যায়ে চারজন স্রোতে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন ও নৌকার মাঝিরা দুজনকে উদ্ধার করেন।

তবে সকাল ও সঞ্জিব নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে মৃত অবস্থায় সঞ্জিবকে উদ্ধার করা হয়। এ ছাড়া সকালকে উদ্ধারের চেষ্টা চলছে।