রাজধানীতে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৭:৪০ AM , আপডেট: ০৭ মার্চ ২০২২, ০৭:৪৯ AM
এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর মাদারটেক এলাকার এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর বাবা সুমন শিকদার সবুজবাগ থানায় মাদারটেক আদর্শপাড়া আইনুল কোরআন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্যাতনে আহত ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রোববার (৬ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন: চলন্ত বাসে মারধর করে ঢাবি ছাত্রকে হত্যার হুমকি
ওই শিক্ষার্থীর মা তানিয়া আক্তার গণমাধ্যমকে বলেন, প্রতি বৃহস্পতিবার তার ছেলে ইয়াছিন বাসায় আসতো। বাসায় শুক্রবার থেকে শনিবার চলে যেত। শিক্ষক রেজাউল করিম গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ইয়াছিনকে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেন।
এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে ফরাজি ও খিদমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।