কুপিয়ে হত্যার পর বৃদ্ধা মাকে পুড়িয়ে দিল ছেলে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ PM
লক্ষ্মীপুরের রামগঞ্জের আশারকোটা এলাকায় কুপিয়ে হত্যার পর বৃদ্ধ মা আমেনা বেগমকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশারকোটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আমেনা বেগম মৃত আলী আকবরের স্ত্রী। মিলন তাদের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেদোয়ান হোসেন মিলন মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে মানসিকভাবেও অসুস্থ ছিল। কয়েকবার মিলনকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়েছে। কিছুদিন আগেও তাকে ঢাকা থেকে চিকিৎসা করে আনা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মিলন নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসেন।
আরও পড়ুন: ক্রিমিনোলজি নিয়ে কেন পড়বেন?
ভোররাতে ঘুমন্ত অবস্থায় মা আমেনা বেগমকে কুপিয়ে শরীরের আগুন ধরিয়ে দেন। পরে ফজরের আজানের সময় ঘর থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ঘরে ঢুকে দেখেন বৃদ্ধ আমেনা বেগম পুড়ে মারা গেছেন। পুলিশ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই এলাকা থেকে ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান, ঘটনাটি খুবই ভয়াবহ। কখন কী জন্য ঘটনাটি ঘটেছে, তা বলা যাচ্ছে না। মিলন দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। মানসিকভাবে অসুস্থ থাকার কারণেই হয়তো বৃদ্ধ মাকে হত্যার পর পুড়িয়ে ফেলেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কি কারণে আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর পোড়ানো হয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্তের কাজ চলছে।