১৩ জানুয়ারি ২০২২, ২১:৫৪

কারাগারে ঢাবির প্রাক্তন অধ্যাপক তাজমেরী ইসলাম

অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম  © সংগৃহীত ছবি

বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ওই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

অধ্যাপক ড. তাজমেরী ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মরহম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের মেয়ে।

আরও পড়ুন: সাদেকা হালিমের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত: ঢাবি ছাত্রদল

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের . সংগঠন  সাদা দলের আহবায়ক।

আরও পড়ুন: ছাত্রলীগকে কোনভাবেই ছাত্র সংগঠন বলা যায় না: ঢাবি ছাত্রদল

এদিকে, অধ্যাপক ড. তাজমেরী ইসলামকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক তাজমেরী ইসলামকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত একটি মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলায় (বিস্ফোরক) জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত।

বিরোধী মতের রাজনীতিকদের উপরে অব্যাহত দমন পীড়নের অংশ হিসেবে আজ এই গায়েবি মামলায় নিজ বাসভবন থেকে পুলিশ এই বিশিষ্ট শিক্ষাবিদকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।