৪-৫ বছর আমাকে ব্যবহার করে গেলা— শুভ দাসের সুইসাইড নোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১১:৪১ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২১, ১১:৪১ PM
প্রেমিকার ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন এইচএসসি পরীক্ষার্থী শুভ দাস (১৮)। গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যু নাড়া দিয়ে যায় অনেককে। পাবনার চাটমোহর পৌর সদরের কালিসাগরপাড় মহল্লার সুব্রত দাসের ছেলে শুভ মৃত্যুর আগে লিখে রেখে গেছেন দশ পাতার সুইসাইড নোট।
কী আছে শুভ দাসের সুইসাইড নোটে? কেনই বা তিনি বেছে নিলেন আত্মহননের পথ। কী এমন হয়েছিল তার প্রেমিকার সঙ্গে। যার ওপর শুভর এত অভিমান। এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই প্রতিবেদকের হাতে এসেছে সুইসাইড নোটের সেই দশটি পাতা। যা শুভ দাসের হাতে লেখা। যেখানে মিলেছে অনেক প্রশ্নের উত্তর।
চিঠিতে শুভ তার প্রেমিকার বিরুদ্ধে বিস্তর প্রতারণার অভিযোগ তুলেছেন। সেখানে মেয়েটি তার সঙ্গে প্রেমের অভিনয় করে বারবার ঠকিয়েছে বলে উল্লেখ করেছেন। সুইসাইড নোটের লেখা থেকে স্পষ্ট হয়েছে শুভ তার প্রেমিকার ওপর অভিমান করেই ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পড়ুন: ফেসবুকে ‘দ্যা এন্ড’ লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সুইসাইড নোটের প্রথম পাতার শুরুতে প্রেমিকার নাম উল্লেখ করে লেখা হয়েছে ‘তুমি আমার সঙ্গে এ রকম করলা কেন? আমি তো তোমাকে ঠকাই নাই। তুমি যা বলতা, আমি তাই শুনতাম, কোনো মেয়ের সঙ্গে কথাও বলতাম না। তুমি মানা করতা, সিগারেট খেতাম না। কোনো নেশা করতাম না। তাহলে সবাইকে তুমি মিথ্যা কেন বলছো যে, আমি ভালো না, নেশাখোর। তুমি যা চাইতা তাই দিতাম। ৪-৫ বছর আমাকে ব্যবহার করে গেলা।’
সুইসাইড নোটের বিভিন্ন জায়গায় তার প্রেমিকা অন্য কয়েকটি ছেলের সঙ্গে প্রেম করত উল্লেখ করে তার সঙ্গে রাগ-অভিমানের কথা জানানো হয়েছে। গেমস খেলার জন্য প্রেমিকাকে ৩০ হাজার টাকার মোবাইল কিনে দিয়েছেন শুভ। চিঠিতে শুভ দাসের আক্ষেপ ঝরেছে। প্রেমের নামে শুভকে বারবার ঠকিয়েছে তার প্রেমিকা। অনেক রাত তারা একসঙ্গে কাটিয়েছে। প্রেমিকার মা সব জানত। তাকে বাড়ির সব কাজে ব্যবহার করত।
সুইসাইড নোটের আরেকটি পাতায় লেখা রয়েছে ‘তোমাকে আমি মরার কথা বললে তুমি বলেতে মরো, মরলে নাকি তোমার ভালো। তাই মরে তোমার ভালো করে দিয়ে গেলাম। আর সব সত্যি কথা বলে গেলাম। মিথ্যা কথা একটাও বলি নাই।’
শেষের পাতায় শুভ লিখেছেন, ‘তোমাকে সত্যি পাগলের মতো ভালবাসতাম। তুমি দাম দিলা না। শুধু ব্যবহারই করে গেলা মা-মেয়ে মিলে। তুমি ও তোমার মা দায়ী আমার মৃত্যুর জন্য।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শুভ দাসের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দশ পাতার সুইসাইড নোট জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।