পাবজি খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩ PM
মোবাইলে পাবজি গেম খেলতে না দেওয়ায় কুমিল্লায় শুভ মজুমদার নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুভ মজুমদার (১২) ওই এলাকার চমক টেইলার্সের মালিক মলয় মজুমদারের ছেলে ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, মায়ের মোবাইলে পাবজি গেম খেলতো শুভ। পড়ালেখার সময় নষ্ট হওয়ায় তার মা মোবাইল দিতে চাইতো না। আজ দুপুরে মায়ের কাছে মোবাইল চায়। কিন্তু মা মোবাইল না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বজনরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার উল আজিম বলেন, ওই ছাত্র আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।