অক্সিজেন খুলে দেওয়ায় শিক্ষার্থীর মৃত্যু, ওয়ার্ড বয় গ্রেফতার

ওয়ার্ড বয় গ্রেফতার
ওয়ার্ড বয় গ্রেফতার  © প্রতীকী ছবি

‘৫০ টাকা কম বকশিস পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় স্কুলছাত্রের মৃত্যু'র ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ডবয় ধলুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) র‌্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, শজিমেক হাসপাতালের কর্মচারী বকশিস চেয়েছিলেন ২০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা। এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন সেই কর্মচারী। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের এক স্কুলছাত্র।

ঘটনার পর অভিযুক্ত কর্মচারী ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠে।

মৃত স্কুলছাত্র বিকাশ চন্দ্র কর্মকার (১৮) গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বিশু চন্দ্র কর্মকারের ছেলে। বিকাশ স্থানীয় খামার ধনারুয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো বলে জানান তার চাচা শচীন চন্দ্র কর্মকার।


সর্বশেষ সংবাদ