হাসপাতালে ভর্তি হয়েও বিনা চিকিৎসায় মারা গেলেন স্কুলছাত্র আবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১১:৪৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ১১:৪৪ PM
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হলেও সারাদিনে কোনো ডাক্তার তাকে দেখতে আসেনি। দেয়নি কোনো চিকিৎসা। বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
হাসপাতালটির ৪র্থ তলার মেডিসিন (পুরুষ) ওয়ার্ড-৩ এ ঘটনা ঘটেছে। সে ওই ওয়ার্ডের ২৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিল। অষ্টম শ্রেণির ছাত্র আবির তালুকদার (১৪) জ্বর নিয়ে শুক্রবার সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হন।
শুক্রবার সরকারি ছুটির দিনে হাসপাতালে মিড লেভেলের ডাক্তার না থাকার রেওয়াজের কারণে বিনা চিকিৎসায় শিশুটি মারা যায় বলে অভিযোগ তার স্বজনদের। আবির জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের আকবর তালুকদারের ছেলে এবং স্থানীয় পঞ্চগ্রাম হাউস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।
আবিরের চাচা আব্দুল মাজেদ জানান, ৩ দিন ধরে জ্বর ছিল আবিরের। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে শেবাচিমের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সারাদিনেও মধ্যম সারির কিংবা বড় কোনো ডাক্তার ওয়ার্ডে রোগী দেখতে যায়নি। বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ জন্য ডাক্তারদের অবহেলাকে দায়ী করেছেন তিনিসহ তার স্বজনরা।
হাসপাতালটির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান বলেন, এ রকম তো হওয়ার কথা নয়। তারা তো নিজেদের মধ্যে রোস্টার করে নেয়, কে কখন ডিউটিতে থাকবে। বিষয়টি বিভাগীয় প্রধান ভালো জানেন। ওয়ার্ডে সার্বক্ষণিক ডিউটি ডাক্তার থাকার বিধান রয়েছে। কর্তৃপক্ষ তো জানেই না যে কোন ওয়ার্ডে ডিউটি ডাক্তার থাকে না।