কানে হেডফোন নিয়ে চালাচ্ছিল সাইকেল, ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত  © ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকায় ট্রাকচাপায় তানজিদ ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তানজিদ ইসলাম উলিপুর পৌরসভা এলাকার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। তিনি বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইকেল চালিয়ে যাওয়ার সময় তানজিদের কানে ইয়ারফোন ছিল এবং এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। অন্য হাতে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সাইকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন তানজিদ ইসলাম। উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন বলেন, ঘটনাস্থলে পুলিশসহ জনপ্রতিনিধি রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ