টিআইবি গবেষণা প্রতিবেদন

এনটিআরসিএ: সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে ঘুষ দিতে হয় ২ লাখ টাকা

এনটিআরসিএ: সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে ঘুষ দিতে হয় ২ লাখ টাকা
এনটিআরসিএ: সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে ঘুষ দিতে হয় ২ লাখ টাকা   © ফাইল ফটো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে, দেশে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত সহকারী শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির গবেষণায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব পদে নিয়োগের ক্ষেত্রে সাড়ে তিন লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয় বলে টিআইবির গবেষণায় জানা যায়।

এসব নিয়ম-বহির্ভূত অর্থ আদায়েও স্থানীয় রাজনৈতিক নেতা, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও কলেজ পরিচালনার দায়িত্বে থাকে গভর্নিং বডির (জিবি) সংশ্লিষ্টরা জড়িত রয়েছে।


সর্বশেষ সংবাদ