তরুণদের মধ্যে ফোন সাইলেন্ট রাখার প্রবণতা বেশি

সাইলেন্ট মোডে ফোন
সাইলেন্ট মোডে ফোন  © প্রতীকী ছবি

মোবাইল ফোনের রিংটোনে আগ্রহ হারাচ্ছে তরুণেরা। মোবাইল ফোন অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে রিংটোন ডাউনলোড করার হার কমেছে এক–চতুর্থাংশ।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে রিংটোন-বিষয়ক অ্যাপ নামানোর হার ৪ বছরে কমেছে ২০ শতাংশ। ২০১৬ সালে যা ছিল ৪৬ লাখ, ২০২০ সালে এসে তা হয়েছে ৩৭ লাখ।

মানুষের রিংটোনে আগ্রহ কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তরুণদের মধ্যে ফোন সাইলেন্ট মোডে রাখার প্রবণতা বাড়ছে। অর্থাৎ আশপাশে কোথাও রিংটোন বেজে উঠলে তরুণদের বেশি বিরক্ত হতে দেখা যায়। সেই আওয়াজ যদি একটু উচ্চস্বরের হয় তাহলে তো কথাই নেই। অনেক সময় তরুণদের এ নিয়ে উচ্চবাচ্য করতেও দেখা যায়।

আরও পড়ুন: চীনে শিশুদের সপ্তাহে ৩ ঘণ্টার বেশি অনলাইন গেম নিষিদ্ধ

তরুণেরা এখন বেশির ভাগ সময় মুঠোফোনেই কাটান। অর্থাৎ তাঁদের চোখ এমনিতেই মুঠোফোনের পর্দায় আটকে থাকে। কল বা এসএমএস এলে তাঁরা সঙ্গে সঙ্গে জেনেও যাচ্ছেন। আলাদা করে রিংটোন বেজে ওঠার দরকার পড়ছে না।

১৬ থেকে ২৪ বছর বয়সীদের সিংহভাগ ফোনকলের বদলে বার্তা আদান-প্রদানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যুক্তরাজ্যের সরকার অনুমোদিত নিয়ন্ত্রক সংস্থা অফকমের ২০১৭ সালের জরিপে এমন তথ্য উঠে আসে। এ প্রজন্মকে অফকম ‘জেনারেশন মিউট’ আখ্যায়িত করেছে। এই বয়সীদের ৩৬ শতাংশ বার্তা আদান-প্রদানকেই যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করে। আর ফোনকল বেশি গুরুত্বপূর্ণ বলেছে ১৫ শতাংশ।


সর্বশেষ সংবাদ