কাশিমপুর কারাগারে পরীমনি

  © ফাইল ফটো

আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শরীফুল ইসলাম বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে পরীমনিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

এর আগে জামিন আবেদন নাকচ হওয়ার পর বিকেল ৪টা ১২ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পরীমনিকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।

শুক্রবার বেলা তিনটায় মামলার শুনানিতে চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা আসামিদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

এতে বলা হয়েছে, দুই দফা রিমান্ডে পরীমনি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। 

আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

এদিকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার জামিন আবেদন করেন। তিনি রিমান্ড আবেদন বাতিল করে পরীমনিকে জামিন দেওয়ার আবেদন করেন আদালতে। 

পরীমনির আইনজীবী মজিবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, পরীমনির সঙ্গে পরবর্তীতে আলোচনা করে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও দীপুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব। মামলাটি সিআইডি তদন্ত করছে। 


সর্বশেষ সংবাদ