মোবাইলে উত্ত্যক্ত, বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২১, ১০:৪৫ PM , আপডেট: ২৮ জুন ২০২১, ১০:৪৫ PM
বরিশালের আগৈলঝাড়ায় মোবাইলে উত্ত্যক্তের ঘটনায় বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বিষপানের দু’দিন পর দিবা সরকার নামে ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলার টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন দিবা।
আজ সোমবার (২৮ জুন) সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবার মৃত্যুর হয়েছে বলে জানান তার মা যুথিকা সরকার।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামের এক ব্যক্তি মোবাইলে দিবাকে উত্ত্যক্ত করতেন। এর জেরে শনিবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন দিবা। পরপর তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সরোয়ার।