ফিলিস্তিনিদের নামে টাকা তুলে বান্ধবীর পেছনে খরচ করতেন ফয়সাল

ফয়সালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
ফয়সালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ  © সংগৃহীত

ফেসবুকে ভুয়া পরিচয় দিয়ে ফিলিস্তিনের অসহায় মানুষের সাহায্যের জন্য টাকা তুলেছেন ইয়াসিন আরাফাত ফয়সাল। সেই টাকা খরচ করেছেন বেশ কয়েকজন বান্ধবীর পেছনে। ফয়সাল প্রতারণামূলক এ কাজটি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ফয়সাল আবদুল্লাহ আল ফয়সাল নামে একটি ফেক ফেসবুক একাউন্ট খুলেছেন। সেখানে তিনি ব্যবহার করেছেন আরেকজনের ছবি। দিনাজপুরের একটি কলেজে পড়ালেখা করলেও ভুয়া ফেসবুক প্রোফাইলে নিজেকে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে।

অভিযোগ স্বীকার করে ফয়সাল বলেন, আমার একটা ফেক ফেসবুক আইডি ছিল। ওখানে দেয়া ছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার আইডিতে আমি ফিলিস্তিনি মানুষের সহায়তার জন্য একটা পোস্ট করি। সেখানে ফিলিস্তিন দূতাবাসের নাম্বারের জায়গায় আমার নাম্বার ব্যবহার করেছি।

সবশেষ বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের নাম ব্যবহার করে বিভিন্ন সময় বিকাশ বা রকেটযুক্ত ফোন নাম্বার ব্যবহার করে সাহায্যের আবেদন করেন তিনি। এই আবেদনে নিজের বিকাশ ও রকেট একাউন্ট জুড়ে দিয়ে প্রতারণা করেছেন।

ফয়সালের নিজের ফেক একাউন্টে লিখেছেন তিনি বিকাশে কাজ করেন। কিন্তু এই তথ্যটিও ছিল ভুয়া। তাই তাকে ধরতে বেগ পেতে হয়েছে গোয়েন্দাদের।

রমনা থানার ডিসি মশিউর রহমান বলেন, সে ফেসবুকে ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূতের ছবি দিয়েছে। সেখানে ফিলিস্তিনের জনগণকে সহযোগিতা করার জন্য বাংলাদেশি লোকদের কাছে সাহায্য আহ্বান করে। কাজটি করতে গিয়ে সে নিজের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এই প্রতারণার অর্থ তিনি ব্যয় করেছেন বিভিন্ন নারীর পেছনে।


সর্বশেষ সংবাদ