স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যা, এএসআই আটক

হাসপাতালে নেয়ার পর
হাসপাতালে নেয়ার পর  © সংগৃহীত

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী-সন্তানসহ এক বিকাশকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেড়েই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে

রবিবার (১৩ জুন) জেলা সদরের ৬ নং কাস্টমমোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা এএসআই সৌমেনকে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত সৌমেন খুলনা জেলার ফুলতলা থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কাস্টমমোড় এলাকার একটি বিকাশের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বিকাশকর্মী শাকিল। এসময় তার সাথে ছিলেন সৌমেনের স্ত্রী আসমা ও ছেলে রবিন। হঠাৎ করেই সৌমেন ঘটনাস্থলে এসে প্রথমে রবিন, পরে তার স্ত্রী আসমা এবং শেষে শাকিলকে গুলি করে।

এতে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়। পরে আসমা ও শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ