প্রধান শিক্ষিকাকে মারধর, দপ্তরী গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২১, ০৬:৫১ PM , আপডেট: ২৮ মে ২০২১, ০৭:০৫ PM
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগে দপ্তরী রাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতিত স্কুল শিক্ষিকা সেই দপ্তরিকে আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বলা হয়, গতকাল বৃহস্পতিবার দুপুরে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম স্কুলের ওই দপ্তরীকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলায় রেগে যান রাকিব খান। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষিকাকে মারধর করেন।
আরও পড়ুন: সশরীরে পরীক্ষা নিতে পারবে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
এ বিষয়ে গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, অভিযুক্ত দপ্তরী রাকিব খানকে বারইহাটি থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত শিক্ষিকা বিকেলে বাদি হয়ে দপ্তরীকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার দপ্তরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।