শিমুলিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে বিজিবি মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা
বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা  © ফাইল ফটো

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে  মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সন্ধ্যার দিকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, বিকেল থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সিভিল প্রশাসনকে সহায়তা করবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় সরকার। আজ শনিবার সকাল থেকে তা কার্যকর হয়। বন্ধের প্রথম দিনেও  দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ দেশের সবচেয়ে বড় দুটি ঘাটে ভিড় জমায়। মানুষের চাপে কয়েকটি ফেরি যাত্রীবোঝাই করে ছাড়তেও হয়।

ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে। এজন্য বিজিবির সহায়তা নেওয়া হলো বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ