লবণ বোঝাই কাভার্ডভ্যানে ঢাকায় যাচ্ছিল ২৮ হাজার ইয়াবা
- লোহাগাড়া প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ০২:১২ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০২:১২ PM
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লবণ বোঝাই কাভার্ডভ্যানে করে পাচারের সময় ২৮ হাজার ইয়াবাসহ চালক ইমতিয়াজকে (২৮) আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতের দিকে লোহাগাড়া উপজেলার চুনতি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চালনটি আটক করা হয়। অভিযানে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া নেতৃত্বে একটি পুলিশি টিম।
আটককৃত কাভার্ডভ্যান চালক ইমতিয়াজ (২৮) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলার রঙি খালীর ইউনুছের পুত্র। এসময় মাদক বহন ও পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার টেকনাফ থেকে একটি লবণ বোঝাই কাভার্ডভ্যান ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে। খবর পেয়ে আমরা চেক পোস্ট বসিয়ে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালায়। এসময় কাভার্ডভ্যানটির সিটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
তিনি আরো বলেন, আটককৃত ইমতিয়াজের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদলতে পাঠানো হয়েছে।
তবে আটক কাভার্ডভ্যান চালক ইমতিয়াজের দাবি, টেকনাফের ফাহিম ও নুর মোহাম্মদ ইয়াবা গুলো ৫০ হাজার টাকার বিনিময়ে ঢাকায় পৌঁছে দিতে তাকে।