সোনারগাঁয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলার প্রধান আসামী মামুনুল

মামুনুল হক
মামুনুল হক  © ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অবিযোগে আরও তিনিটি মামলা দায়ের হয়েছে। তিন মামলার একটিতে প্রধান আসামী করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে।

তিনটি মামলার মধ্যে দুটি মামলা করেছেন স্থানীয় যুবলীগের দুই নেতা। তারা হলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন। এদের মধ্যে নাসির উদ্দিনের মামলায় মামুনুল হককে প্রধান আসামী করা হয়েছে। আরেকটি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বাবা।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামুনুল হককে প্রধান আসামী করা হয়েছে। এতে হেফাজত-বিএনপির ১১১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।


সর্বশেষ সংবাদ