ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫

নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে  © সংগৃহীত

নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন কমিটি আহবায়ক নজরুল ইসলাম অপুসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে জেলা বিএনপি আয়োজিত ‘হামলা ও হত্যাকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ মারামাটির ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে সেখানকার চিনিশপুর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানা মোড়ে সমাবেশ করেন তারা।

এসময় ছাত্রদলের নতুন কমিটি আহবায়ক নজরুল ইসলাম অপুর নেতৃত্বে একটি মিছিল সেখানে যোগ দেয়। তখন পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম অপুসহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত সোমবার বিকেলে নতুন কমিটি বিলুপ্তির দাবিতে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা। চাকুরিজীবী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়।


সর্বশেষ সংবাদ