পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে করছে ভিক্ষাবৃত্তি ও চুরি-ছিনতাই

  © টিডিসি ফটো

পুরান ঢাকার বাসিন্দা ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনোদনের একমাত্র খোলা জায়গা ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক। এই পার্ক বর্তমানে মাদকসেবীদের একমাত্র নিরাপদ আশ্রয়। দিন ও রাতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা, ড্যান্ডি সেবন চলে এই পার্কে। আর মাদক সেবনকারীদের বেশীর ভাগের বয়স আট থেকে আঠারো বছরের নিচে।

পথশিশু-কিশোরেরা পার্কের আশেপাশে চকলেট, প্লাস্টিক বিক্রি করে কেউ কেউ হাত পেতে রোজগার করে। আবার সুযোগ পেলে বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, মহিলাদের ব্যাগ, কানের দুল টান দিয়ে নেয়ার ঘটনাও ঘটে। বাহাদুর শাহ পার্কের উদ্ভাস্তু মাদকসেবী শিশু কিশোররা জানান তাদের অনেকের বাবা-মা নেই। অনেকে বাবা-মা খোঁজখবর জানে না। এ সুযোগে একটি চক্র জোর করে শিশু কিশোরদের ভিক্ষাবৃত্তি ও চুরির জন্য বাধ্য করে। ভিক্ষা ও চুরি না করলে তাদের ওপর করা হয় নির্যাতন। মানসিক ভারসাম্যহীন ও অক্ষম করতে তাদেরকে ড্যান্ডির নেশায় আসক্ত করা হয়।

সরজমিনে দেখা যায়, বাহাদুর শাহ পার্কে বর্তমানে ২০ থেকে ২৫ জন শিশুকিশোর আছে। তাদের মধ্যে কমবয়সী মেয়েও কয়েকজন। অধিকাংশের হাতে প্লাস্টিকের প্যাকেট। প্যাকেটের ভেতরে হলদে রংয়ের একটি বস্তু খানিক পর পর মুখে লাগিয়ে ধোঁয়া টানছে। তাদের ভাষায় এটা আঠা বা ড্যান্ডি। (চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘গ্লু-স্নিফিং’ বা ‘গ্লু-গাম’। ডান্ডি এক ধরনের গ্লু-গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে বা ধূম্রে পরিণত হয়)। ড্যান্ডি আঠা পলিথিনে তিনভাগের একভাগ লাগিয়ে পলিথিনের মুখ বন্ধ করে মুখ দিয়ে বাতাস টেনে আবার ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে এই আঠার স্পিরিট কেমিকেল মস্তিষ্কে আঘাত করে। আর এতে শরীরে ঝিমঝিম অনুভূতি সৃষ্টি করে। আর এভাবেই আঠা নেশায় আসক্ত হয়ে পড়ে তারা।

পার্কের পাশে রাস্তায় প্লাস্টিকের প্যাকেট হাতে দাঁড়ানো হৃদয় (১৪) জানান, বাবা মারা যাওয়ায় মা আরেকজনের সংসার করেন। তারা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। ছোট আরেকটি ভাই আছে। মা ডাকলেও সৎ বাবার কারণে সে বাসায় যায় না। আগে চুরি করত। চুরির পেশা বাদ দিতে চায় সে। কিন্তু চুরি বাদ দেয়ায় কেরাণীগঞ্জের মামুন (২৫) নামের এক ব্যক্তি তার পায়ুপথে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন। তাকে জোড় করে মহিলাদের ব্যাগ থেকে চুরি করানো হয়। চুরি না করলে আঙুল কেটে নেয়া বা মেরে ফেলার হুমকি দেয় তিনি।

জানা যায়, শাকিল (১৬) নামে একটি ছেলে তাদেরকে চুরি করতে বাধ্য করায়। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় টার্গেট দেখিয়ে দিয়ে সে দূরে দাঁড়িয়ে থাকে। সজিবের হাতেও সেই হলদে প্লাস্টিকের প্যাকেট।

সজল (৯) নামের আরও একটি ছেলে সাথে কথা বলে জানা যায়, সে গুলিস্থানের এক মাদ্রাসায় পড়ত। বাহাদুর শাহ পার্কের একটি চক্র তাকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে পার্কে নিয়ে আসে। তাকে প্রথমে ড্যান্ডি খাওয়ানো শেখায়। এরপর তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি ও চুরি করানো হয়। ভিক্ষাবৃত্তিতে কম টাকা পেলে তাকে মারধর করা হয়।

মাদকাসক্ত এ শিশু-কিশোররা জানায়, পুরান ঢাকার বিভিন্ন হার্ডওয়ারের দোকান, কেরাণীগঞ্জ, গুলিস্থান থেকে তারা ড্যান্ডি কিনে নিয়ে আসে তারা। ছোট ডিব্বার দাম চল্লিশ টাকা, বড়টার দাম ৯০। ড্যান্ডির সাথে গাঁজা, কেউ কেউ ইয়াবাও সেবন করে। শিশু কিশোরদের সাথে যুবক ও মধ্যবয়সী মাদকসেবীদের ভিড় থাকে পার্কে। মুলত পার্কে অবস্থানরত কয়েকজন মহিলা ও কেরাণীগঞ্জের কয়েকজনের একটি চক্র এ শিশু-কিশোরদের জোর করে মাদকসেবন ও চুরি করিয়ে থাকে।

বাহাদুর শাহ পার্কের কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, পার্কে সবসময় এ পথ শিশুরা থাকে। তাদেরকে পুর্নবাসনকেন্দ্রে পাঠানো হলেও তারা আবার ফিরে আসেন। তাদেরকে বিভিন্ন উপায়ে তারা মাদকের পথ থেকে ফিরায় আনতে চেষ্টা করেন তারা। কিন্তু ফেরানো সম্ভব হয় না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সাইন্সের সাবেক ডিন ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, সমাজ থেকে বিচ্ছিন্ন এ পথ শিশুরা সোস্যাল বিহ্যাভিয়ার ও ক্রিমিনাল বিহ্যাভিয়ার বুঝে না। তারা মাদক সেবন ও চুরিকে অপরাধ হিসাবে মনে করে না। আর সবসময়ের জন্য মাদক সেবনের কারণে তারা মানসিকভাবে ভারসাম্যহীন। তারা চুরির মত ছোট ছোট অপরাধ করতে করতে বড় অপরাধে জড়িয়ে পরে। পরবর্তীতে তারা বড় সন্ত্রাসীতে পরিণত হয়। অনেক রাজনৈতিক দলের হাতিয়ার হিসাবেও ব্যবহার হয় তারা।

লালবাগ জোনের এডিসি হাফিজ আল আসাদ বলেন, পথ শিশুদের নিয়ে মূলত কাজ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তবে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পূর্নবাসনের জন্য পথ শিশুদের একটি ডাটা কালেকশন করছি।


সর্বশেষ সংবাদ