মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নাঈম হাওলাদার
নাঈম হাওলাদার

দুইটি মোটরসাইকেল চুরির মামলায় শরীয়তপুরের উত্তর ডামুড্যায় নাঈম হাওলাদার (২৫) নামে এক ছাত্রলীগ এক নেতাকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী থানা পুলিশ। গ্রেফতার নাঈম নিজেকে উপজেলার দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দাবি করেছেন। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম পুলিশকে জানিয়েছেন, প্রায় এক বছর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের রাম সাধুর মেলা থেকে কাওছারের সহায়তায় মোটরসাইকেল দুটি চুরি করেছিলেন তিনি। এর মাসখানেক পর রুম্মান সরদারের মাধ্যমে তিনি মোটরসাইকেল দুটি বিক্রি করেনে।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সোমবার নাঈম হাওলাদারকে আদালতে সোপর্দ করা হবে। ওই দুটি ছাড়াও আরও কোনো মোটরসাইকেল চুরিতে তিনি জড়িত আছেন কি না বা তিনি কোনো চোরচক্রের নেতৃত্ব দিচ্ছেন কি না তা জানতে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মোটরসাইকেল চুরির মামলায় নাঈম হাওলাদারকে রোরবার সন্ধ্যায় উত্তর ডামুড্যা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।


সর্বশেষ সংবাদ