চলন্ত বাসে ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় চালক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ১০:১৬ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২১, ১০:২৭ AM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে সুনামগঞ্জের ছাতক থানার জাউয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাসচালক শহীদ মিয়ার (২৫) বাড়ি সিলেটের জালালাবাদ থানার মোল্লাগাঁও গ্রামে। বাবার নাম তৌফিক ওরফে মইন্না। সুনামগঞ্জ জেলা সিআইডির এসআই সুমন মালাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। পরে আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
গত শনিবার বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে (সিলেট জ-বাস নং ১১০৭২৩) ওঠেন ওই তরুণী। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী ছিল না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে।
পরে মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। পরে গ্রামবাসী তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় বাসচালক ও হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর বাবা। পরে চালকের সহকারী আবদুর রশিদকে গ্রেপ্তার করা হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে। এ ঘটনায় পলাতক রয়েছে বাসের কন্ডাক্টর।