বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু

বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ  © ফাইল ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন।’ ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।

অভিযান চালানো সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় চোরাকারবারি নিহত হন।’


সর্বশেষ সংবাদ