মদ্যপ ছাত্রের দামি গাড়ি নিমিষেই পিষে দিল তিনজনকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০১:০৯ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০১:০৯ PM
ভারতের পশ্চিমবঙ্গে রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গড়ফার সাপুইপাড়ার বটতলা পার্কে। জানা গেছে, রাতে যাদবপুর থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। সাপুইপাড়া বটতলার কাছে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন রতন সরকার নামে এক ব্যক্তি।
জি নিউজ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই ব্যক্তিকে ধাক্কা মারে গাড়িটি। রতন বিশ্বাসের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন আরেক দম্পতি। তাঁদেরও ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন নিলোত্পল বিশ্বাস। অন্যদিকে রতন বিশ্বাস নামে ওই ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান নিলোত্পল বিশ্বাসের স্ত্রী।
এরপর সোজা ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনার পরেই গাড়িটিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। গাড়িতে থাকা তিনজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাসিন্দাদের দাবি, মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন চালক। দোষীদের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িতে থাকা অভিযুক্ত শুভমের বাবা ব্যবসায়ী। অবস্থাপন্ন স্বচ্ছল পরিবার। শুভম (২৩) ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। গাড়ির বাকি সওয়ারিরাও মদ্যপ অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে। নিউ আলিপুর থেকে পার্টি সেরে ফিরছিল ওই তিন যুবক।