সাকিবকে হত্যার হুমকিদাতার বাড়িতে মধ্যরাতে র‌্যাব-পুলিশের অভিযান

সাকিব ও তাকে হত্যার হুমকিদাতা
সাকিব ও তাকে হত্যার হুমকিদাতা  © ফাইল ফটো

পশ্চিমবাংলায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেয়ায় তারকা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি আলোচনায় আসার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার(১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ।

ঘটনাস্থলে থাকা সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, মহসিন মাদকাসক্ত। তিনি হেরোইন সেবন করেন। তার পরিবারের বাকি সবাই ভাল মানুষ। মাদকাসক্ত হয়ে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছেন। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত। তাকে ধরিয়ে দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

জানা গেছে, মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। রবিবার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাকিবকে ‘কুপিয়ে কাটার’ হুমকি দেন তিনি। ভারতের কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজার উদ্বোধন করতে যাওয়ায় সাকিবকে এ হুমকি প্রদান করেন মহসিন। 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। সোমবার সকালে নিজের আইডি থেকে আরেক লাইভে এসে রাতের হুমকির জন্য দুঃখ প্রকাশ করেন মহসিন তালুকদার। এদিকে, সোমবার বিকাল থেকে ওই যুবকের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ (নিষ্ক্রিয়) থাকতে দেখা গেছে।


সর্বশেষ সংবাদ