ধরে নিয়ে যাওয়া র‌্যাবের দুই সদস্যকে ফেরত দিল বিএসএফ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)  © ফাইল ফটো

দিনাজপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া র‍্যাবের দুই সদস্যকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়। র‍্যাব-১৩ এর দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার বিআমতলী সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার-১ এর কাছ থেকে তাদেরকে নিয়ে যায় বিএসএফ। আটককৃতরা হলেন, র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সহ-অধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিক।

জানা গেছে, সীমান্তের সমজিয়া মন্ডলপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে সিভিল পোশাকে অভিযানে যায় র‌্যাবের পাঁচ জন সদস্য। দুই ভাগে বিভক্ত হয়ে তারা ভিন্নভাবে অভিযান শুরু করে। কিন্তু ভুলে ভারতে ঢুকে যায় তারা। সেখানে তিন জন র‌্যাব সদস্য ভারতীয় নাগরিক মিলনকে আটক করে। এসময় সে চিৎকার শুরু করলে মোশাররফ মাস্টার, হিরোসহ কয়েকজন মিলে মিলনকে ছিনিয়ে নিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে সেখানে থাকা তিন র‌্যাব সদস্য এক রাউন্ড গুলি করে কৌশলে পালিয়ে আসে। গুলির শব্দ শুনে অপর প্রান্তের দু’জন র‌্যাব সদস্য তাদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে বিএসএফ সদস্যরা হাজির হলে ওই দুই র‌্যাব সদস্যকে আটক করে ভারতীয় সমজিয়া ক্যাম্পে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র কাছে পত্র পাঠায় বিজিবি।

রাত সাড়ে ৯টার দিকে সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই র‌্যাব সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ২৯ বিজিবি’র অধিনায়ক শরিফ উল্লাহ আবেদের মোবাইলে সাংবাদিকরা বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ