বলাৎকারের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইনি নোটিশ

  © ফাইল ফটো

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন তথা বলাৎকারের ঘটনা ধর্ষণ হিসেবে গণ্য করে ধর্ষনের মতোই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ল’ অ্যাণ্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এই নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে, দণ্ডবিধির ৩৭৫ ধারায় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় প্রয়োজনীয় পরিবর্তন এনে পুরুষ কর্তৃক বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। নোটিস প্রাপ্তির ৫ দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব, শিক্ষা সচিব, ধর্ম সচিব, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৫ দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক কর্তৃক ক্রমবর্ধমান ছাত্র ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ