অষ্টব্যঞ্জন রেস্টুরেন্ট: নোংরা পরিবেশের কারণে কারাগারে ম্যানেজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:৪৫ AM , আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ১২:৪৩ PM
চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উপকরণ সংরক্ষণ, রেস্টুরেন্ট কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে রান্নাঘরেই বসবাস শ্রমিকদের। এসব কারণে জরিমানা এবং তা শোধ করতে ব্যর্থ হওয়ায় রেস্টুরেন্টের ম্যানেজারকে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) রাজধানীর কাঁটাবন ঢালের নিউ অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে এমন দৃশ্য দেখতে পান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন।
এসব অপরাধে রেস্তোরাঁটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রদানে ব্যর্থ হওয়ায় এর ম্যানেজারকে কারাগারে পাঠানো হয়।
বিএফএসএ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেনের নেতৃত্বে কাঁটাবন ঢালের নিউ অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাদ্য উপকরণ রাখতে দেখা যায়। শ্রমিকদের ছিল না কোনো স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্যসনদ এবং রান্নাঘরেই তাদের বসবাস ও রাত্রিযাপন।
জনস্বাস্থ্যের প্রতি তাদের এহেন উদাসীনতা এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধানসমূহ লঙ্ঘনের কারণে রেস্টুরেন্ট ম্যানেজারকে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে প্রদানে ব্যর্থ হওয়ায় ম্যানেজারকে কারাগারে প্রেরণ করা হয়। অভিযানে নিরাপদ খাদ্যপরিদর্শক মিজানুর রহমান সিকদার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।