রায়হান হত্যা: এসআই আকবরের ছোট ভাই আটক

এসআই আকবর হোসেন ভূঁইয়া ও তার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়া
এসআই আকবর হোসেন ভূঁইয়া ও তার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়া  © সংগৃহীত

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম ‘নির্যাতনের ফলে’ মারা যাওয়া আখালিয়ার যুবক রায়হান আহম্মেদ (৩০) হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনও পলাতক। তবে এ ঘটনায় তার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বেড়তলা বগৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

এর আগে রোববার (১১ অক্টোবর) সকালে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামে ওই যুবকের মৃত্যু হয়। তিনি নগরীর আখালিয়া নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি, ফাঁড়িতে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে পুলিশ।

ওই রাতেই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলায় অজ্ঞাতদের আসামি করেছেন তিনি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।


সর্বশেষ সংবাদ