পর্নোগ্রাফির ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গ্রেপ্তার

  © সংগৃহীত

পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ। পুলিশের দাবি, তারা আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর, রামপুরা এবং পল্লবী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি জানায় পুলিশ। 

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন, বোরহান উদ্দিন (২৬), আবদুল্লাহ আল মাহমুদ (২৫) ও অভি হোসেন (২৫)।

সাইবার ক্রাইম তদন্ত বিভাগ জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার পর শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো অভিযুক্তরা। তারপর সেসব অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতো তারা।

পুলিশের দাবি, স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ফরেনসিক টেস্টের মাধ্যমে বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে রমনা থানায় পর্নোগ্রাফি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতের কাছে ১৬৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা।


সর্বশেষ সংবাদ