যেভাবে গ্রেপ্তার হয় দেলোয়ার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০২:২৬ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২০, ০৩:২৪ PM
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ থাকায় দেলোয়ারকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (০৫ অক্টোবর) সকালে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
তিনি জানান, ওই নারীকে ধর্ষণ মামলায় দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে ধরার জন্য দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসাই। র্যাবের হাত থেকে বাঁচার জন্য এক বাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। কিন্তু সে সফল হয়নি। আমাদের টিম তাকে ধরতে সক্ষম হয়েছে।
এ সময় তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম। সেখানে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় আমরা দেলোয়ার হোসেন দেলোয়ারকে ধরতে সক্ষম হই। তৎক্ষণাৎ তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাক্সিম এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করি।
তিনি বলেন, পরবর্তীতে দেলোয়ারের তথ্যের ভিত্তিতে আমরা ঢাকা জেলার কামরাঙ্গী চর এলাকার একটি প্লাস্টিক কারখানায় আত্মগোপন করে থাকাবস্থায় মামলার এক নম্বর আসমি বাদলকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসি।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে রোববার আব্দুর রহিম (২২) ও মো. রহমত উল্যাহ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।