এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: মাহফুজের ৫ দিনের রিমান্ডে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:২১ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:২১ PM
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি মাহফুজুর রহমান মাসুমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বুধবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেম তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য মাহফুজুর রহমানের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার আসামি শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই নববধূকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। এছাড়া অজ্ঞাতনামা তিনজনকেও আসামি করেন তিনি।
শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এ পর্যন্ত মামলায় এজহারনামীয় ছয়জনসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাত জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।