ছাত্রলীগের গণধর্ষণের সঙ্গে নুরদের মামলা একাকার হচ্ছে

ডক্টর তুহিন মালিক ও ভিপি ‍নুর
ডক্টর তুহিন মালিক ও ভিপি ‍নুর

সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি ছাত্রলীগের শীর্ষ নেতা আল নাহিয়ান খান জয়ও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে আইনজীবী ডক্টর তুহিন মালিক দাবি করেছেন, এমসি কলেজের ঘটনায় ছাত্রলীগকে একসময় আড়াল করা হবে। তবে আন্দোলন চালিয়ে নিয়ে এর সঙ্গে নুরুল হক নুরদের মিথ্যা মামলা বিচারের দাবি ত্বরান্বিত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ছাত্রলীগের ধর্ষকরা ফেসবুকে সক্রিয়। পোস্ট দিচ্ছে। অথচ সংঘবদ্ধ গণধর্ষণের ২৪ ঘন্টা পরও তারা গ্রেফতার হচ্ছে না! কারণ তারা জানে। বড়জোড় তাদের সর্বোচ্চ শাস্তিটা হবে দল থেকে বহিস্কার। আর দলে অনুপ্রবেশকারীর চিরায়ত বয়ান তো রেডিই আছে। সরকার সময় নিচ্ছে। প্রস্তুতি নিচ্ছে। যাতে করে ছাত্রলীগের এই গণধর্ষণের পৈচাশিক ঘটনাকে নূরুদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলার সাথে একাকার করে দিয়ে সমানে প্রচার প্রচারণা চালানো যায়।

ছাত্রলীগের বর্বর ধর্ষকদের সাথে নূরুদের গ্রেফতার ও বিচারের দাবি নিয়ে দালালরা যথারীতি গর্ত থেকে বের হবে। আর এই সময়টার মধ্যে ছাত্রলীগের ধর্ষকদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আড়াল করে নেয়া হবে। আর এভাবেই এই জঘণ্যতম সংঘবদ্ধ গণধর্ষণের বিচারের বাণী যথারীতি নিরবে নিভৃতে কাঁদবে! এভাবেই দিনে দিনে ছাত্রলীগ আরো ‘শক্তিশালী’ হয়ে উঠবে। ক্যাম্পাস, হল, মাঠ দখলের নামে তাদের ‘ধর্ষণের সেঞ্চুরী উৎযাপনের’ ঐতিহ্যকে ধরে রাখবে। ফেসবুকে সক্রিয় ছাত্রলীগের ধর্ষকরা ২৪ ঘন্টা পরও গ্রেফতার না হওয়াটাই একথার বড় প্রমান।’’

ছাত্রলীগের বিক্ষোভ কাল: এদিকে এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবে শাখা ছাত্রলীগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বেলা সাড়ে ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ