বগুড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেল নিখোঁজ কলেজছাত্রের লাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০২:১৬ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬ PM
বগুড়ার কাহালুতে নিখোঁজ এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডুমুর গ্রাম খাঁ পাড়ার একটি পুকুরের পাড় থেকে আরমান হোসেন আন্না (১৯) নামের ওই ছাত্রের লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।
নিহত আরমান হোসেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কৃষি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় সুজন (২২) ও ওবায়দুর (৩০) নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত রবিবার রাত ৮টা পর্যন্ত আন্নাকে সুজনের সঙ্গে পুকুর পাড়ে বসে গল্প করতে দেখেন আরমানের পরিবারের সদস্যরা। তবে রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে।
একপর্যায়ে ইটের দেয়াল ঘেরা ওই পুকুর পাড়ে মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় তাদের। পরে মাটিতে পুঁতে রাখা আন্নার মরদেহের সন্ধান পাওয়া যায়। এ খবর পেয়ে সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, শ্বাসরোধ করে আন্নাকে হত্যার পর লাশ পুতে রাখা হয়। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
ওসি বলেন, দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।