ইউএনওর উপর হামলার ঘটনায় আরও এক যুবক আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫ PM
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও এক যুবককে আটক করেছে র্যাব। আজ শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলা সংলগ্ন চক বামনদিয়া বিশ্বনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নবীরুল ইসলাম (৩৮)।
আটক নবীরুলকে রংপুর নিয়ে যাওয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোরে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন (৪২) ও কর্মী আসাদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। এছাড়া গতকাল বৃহস্পতিবার আহত ইউএনও ও তার বাবাকে উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশকে (২৬) নিয়ে যায়।
ওয়াহিদা খানমের উপর হামলা ঘটনায় তার ভাই ফরিদ শেখ ঘোড়াঘাট থানায় মামলা করেছেন। তবে.মামলায় কারো নাম উল্লেখ নেই। এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইউএনওর বাসভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলায় অংশ নেয় দু’জন। একজন ছিল মুখোশ পরা। অন্যজন পিপিই পরে ছিলেন।
গত বুধবার ভোররাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা জামান ও তার বাবাকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে দু’জন দুর্বৃত্ত। পরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার রাতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে। সেসময় তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে চাননি চিকিৎসকরা।