সাহাবউদ্দিনের এমডিসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৪:২৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২০, ০৪:২৩ PM
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদন মঞ্জুর হওয়া অপর দুইজন হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।
এর আগে গতকাল সোমবার (২০ জুলাই) রাতে রাজধানী গুলশানের একটি হোটেল থেকে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত রোববার (১৯ জুলাই) দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব। অভিযানে অসহযোগিতা করায় বিকেল ৫টার দিকে ডা. আবুল হাসনাতকে হেফাজতে নেয় র্যাব। হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকেও হেফাজতে নেয়া হয়।