ছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৯:০৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২০, ০৯:০৯ PM
ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ছাত্রের নাম রাজিব সিকদার (২৬)। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় টাঙ্গাইলের সখীপুরের সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ওই কলেজছাত্র উপজেলার গজারিয়া গ্রামের মৃত হাতেম সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, গত এক বছর ধরে রাজিব মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। বছর খানেক আগে এ নিয়ে একটি সালিসি বৈঠকও হয়েছে। পরে ছেলেটি নানাভাবে মেয়ের পরিবারকে হুমকি দেয়। হুমকি সংবলিত একটি চিঠিও ভ্রাম্যমাণ আদালতের হাতে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে কলেজছাত্রের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি মেয়ে পক্ষ তাদের ছেলেকে বিয়ের প্রস্দাব দিয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের পরিবার এ ঘটনা সাজিয়েছে।
এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ওই কলেজছাত্রের বিরুদ্ধে মেয়েটির বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় ওই যুবককে এক বছরের সাঁজা দেওয়া হয়েছে।