লঞ্চডুবি: বুড়িগঙ্গা থেকে ১৬ মরদেহ উদ্ধার
রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনার পর সেখান থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরা।
আজ সোমবার (২৯ জুন) সকালে সাড়ে ৯টার দিকে ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। ফায়ার সার্ভিস লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করেছে।
ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ুর-২ নামের অপর একটি লঞ্চের ধাক্কায় সেটি ডুবে গেছে। ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চটি চলাচল করে বলে জানা গেছে।
উদ্ধার কাজে অংশ নিতে বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে নারায়ণগঞ্জ থেকে।