দ্বিতীয়বারেও পাস মেলেনি, আত্মহত্যার চেষ্টা পাহাড়ি মেয়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২০, ০৭:৫৭ PM , আপডেট: ৩১ মে ২০২০, ০৮:২৩ PM
এসএসসি পরীক্ষায় দুইবার অংশগ্রহণ করেও ফেল করায় শুশান্তি ত্রিপুরা (১৮) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ রবিবার (৩১ মে) দুপুরে ফল প্রকাশের পর বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ওয়াক্রাউ পাড়ায় এ ঘটনা ঘটে।
শুশান্তি ত্রিপুরা ওয়াক্রাউ পাড়ার বাসিন্দা পংকি চন্দ্র ত্রিপুরার মেয়ে। উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা যায়, লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন শুশান্তি ত্রিপুরা। এবারও সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে, আজ রবিবার ঘোষিত ফলাফলে ফের অকৃতকার্য আসে শুশান্তির। পরে অভিমানে বিষপান করলে স্বজনেরা শুশান্তিকে উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রীষ্টান মোমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, শুশান্তি ত্রিপুরা এর আগের শিক্ষাবর্ষেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করে। এবারও তার ফলাফল ফেল আসে।