যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৯:৫৭ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৯:৫৭ AM
টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এদিকে, অর্থাভাবে ওই গৃহবধুর চিকিৎসা না করাতে পারায় দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বুধবার( ২২ এপ্রিল) রাতে ওই গৃহবধূর স্বামীকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেন গৃহবধূর বড় ভাই।
পুলিশ জানায়, যৌতুকের দাবিতে প্রায়ই ঝগড়া হতো গোপালপুরের পাথালিয়া গ্রামের আইয়ুনবী ও তার স্ত্রী শান্তার মধ্যে। মঙ্গলবার বাকবিতণ্ডার এক পর্যায়ে শান্তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী আইয়ুনবী।
এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।