৮২ বোতল ফেন্সিডিলসহ বরিশাল মডেল কলেজের শিক্ষক আটক
- রাসেল ইসলাম, বেনাপোল থেকে
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৬:৫০ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৬:৫০ PM
যশোরের বেনাপোল সীমান্তে ৮২ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম সুমন নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্টথানার শিকড়ী বটতলা থেকে একটি মোটরসাইকেলসহ বিজিবি তাকে আটক করে।আটক নজরুল ইসলাম সুমন বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে কয়েকজন লোক মাদকের একটি চালান নিয়ে সীমান্ত পার হচ্ছেন। পরে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল ধাওয়া করে সুমনকে ধরে। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্য থেকে ৮২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটকের আরো ৫ সহযোগী ছিলেন। সহযোগীদের মধ্যে রয়েছেন, আইনজীবী আলম রশীদ লিখন (৪২), ডাক্তার মিঠু (৩৫), ব্যাংকার মোঃ ডোনা (৩৫) ও ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) এবং মনির হোসেন (৪০) রয়েছে।