তাহেরপুরে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:২০ AM , আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ১১:২০ AM
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম।
রিফাতুল ইসলাম জানান, করোনাভাইরাস রোধে রাজশাহীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সব দোকান ও ব্যসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে কতিপয় মুনাফা লোভী ব্যবসায়ীরা এ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এই অপরাধে চার ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।