ক্লাসে মোবাইল নিয়ে আসায় ছাত্রকে পিটিয়ে জখম

  © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ক্লাসে মোবাইল নিয়ে আসায় মোহন নামের এক দশম শ্রেণির ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইসলাম বিষয়ের শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোহন জানান, আমার সহপাঠী হৃয়ের ফোনটি আমার বেঞ্চের উপর রাখায় স্যার আমাকে মারধর করে। এতে আমার শরীরে একাধিক জায়গায় ফুলে গিয়ে কালো দাগ হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, আমি যতদূর শুনেছি হৃদয় ক্লাসে বসে মোবাইল চালাচ্ছিল। তখন শিক্ষক রেজাউল করিম ফোনটি চাইতে গেলে হৃদয়ের সহপাঠী মোহন ফোনটি শিক্ষককে দিতে বাধা দেয়। এরপর রেগে গিয়ে শিক্ষক রেজাউল করিম মোহনকে মারধর করে।

তিনি আরও বলেন, সরকারিভাবেই ক্লাসে ফোন না আনতে নির্দেশনা রয়েছে তারপরও অনেক ছাত্র ফোন নিয়ে আসে, এ বিষয় অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

এ বিষয়ে জানাতে ওই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ