বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি, তিন দোকানে জরিমানা

  © সংগৃহীত

দেশে নভেল করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাজারে বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের দাম। করোনাভাইরাসের অজুহাতে মাস্কসহ ডেটল, স্যাভলন, হেক্সিসল, চড়া দামে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। আর এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আশপাশে বেশ কিছু ওষুধের দোকানে ডিএসসিসি’র অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

এসময় অতিরিক্ত দামে স্যানিটাইজার জাতীয় পণ্য বিক্রি করায় তিন দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।   

এসময় মিজানুর রহমান বলেন, ‘অভিযানের শুরুতে আমরা ৪-৫ জন সাধারণ মানুষকে হ্যান্ড স্যানিটাইজার জাতীয় পণ্য কেনার জন্য পাঠাই। কিন্তু দোকানিরা তাদেরকে জানায় সেগুলো নেই। নিতে হলে দাম বেশি দিতে হবে। পরে আমরা ওই সব দোকানের গোডাউনে অভিযান শুরু করি। একপর্যায়ে প্রায় প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাই। পরে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা এবং বাকি দোকানগুলোকে ন্যায্য দামে সেগুলো বিক্রি করতে নির্দেশ দেই।’

একই সাথে দোকানের সামনে হ্যান্ডস্যানিটাইজার রয়েছে এমন সাইনবোর্ড লিখতে নির্দেশ দেওয়া হয়। সাইনবোর্ড দেখে সাধারণ মানুষ সেগুলো কিনতে আসেন বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ