কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, চারজনের যাবজ্জীবন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ PM
কুষ্টিয়া উপজেলার সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র পলাশ সদর হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন- জেলার চৌড়হাস আদর্শপাড়ার আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম, এরশাদ নগরের মাহাতাব উদ্দিনের ছেলে সুজন, পূর্ব মজমপুর ঝাউতলার নান্নু আহমেদের ছেলে শাহরিয়ার নাঈম রাব্বি ও ফুলতলা কলোনির কোহিনুরের ছেলে পিয়াস।
রোববার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।
পিপি আব্দুল হালিম জানান, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেলে পিটিআই সড়ক দিয়ে যাচ্ছিলেন পলাশ। এ সময় তার গতিরোধ করে কুপিয়ে সড়কে ফেলে যান আসামিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় পলাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম ছয় আসামির নাম উল্লেখসহ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৬ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। শুনানি শেষে আদালত এ রায় দেয়।